কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বুধবার দুপুরে ১৮ দলের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করে। উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক পরিমল চন্দ্র ঘোষ ও এবিএম তারিকুল ইসলামের নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে কালীগঞ্জের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে অন্যদের মধ্যে কাউন্সিলর জসিম উদ্দিন তারা, বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের যুগ্ম সম্পাদক ইব্রাহীম খন্দকার, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শাহ আলম দেওয়ান, পৌর যুবলীগের সভাপতি বাদল হোসেন ভূঁইয়া, আওয়ামী লীগ নেতা শুক্কুর আলী, রিপনসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
