শ্যামলবাংলা ডেস্ক : অবশেষে সিরিয়া থেকে রাসায়নিক অস্ত্র সরিয়ে নেয়ার সবচেয়ে বড় কাজটি শুরু হয়েছে। বেঁধে দেয়া সময়সীমা শেষ হবার এক সপ্তাহ পর সিরিয়া থেকে বিষাক্ত রাসায়নিকের প্রথম চালানটি অপসারিত হচ্ছে আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী।
সিরিয়ার লাটাকিয়া বন্দর থেকে বিষাক্ত রাসায়নিক পর্ণবাহী একটি ডেনিশ কার্গো জাহাজ ইটালিতে যাবে- এমন তথ্য নিশ্চিত করেছে জাতিসংঘের সাথে যৌথভাবে কাজ করা রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংস্থা বা ওপিসিডাব্লিউ। ওপিসিডাব্লিউ-এর নির্দেশনানুযায়ী সর্বাধিক গুরুত্বপূর্ণ রাসায়নিক পদার্থ বোঝাই ৯টি কন্টেইনার সিরিয়ার লাটাকিয়া বন্দরে নিয়ে আসা হয়। দিনের প্রথমভাগে সেখানে অবস্থানরত একটি ডেনমার্কের কার্গো জাহাজে কন্টেইনারগুলো তোলা হয়। এরপরই রাশিয়া ও চীনের যুদ্ধজাহাজের পাহারায় কার্গো জাহাজটি বন্দর ছেড়ে যায় এবং আন্তর্জাতিক জলসীমায় গিয়ে অবস্থান নেয়। রাসায়নিকের পরবর্তী চালানের জন্যে জাহাজটি সেখানে অবস্থান করবে। ১৩ শ টনের পুরো রাসায়নিক অস্ত্র বোঝাই হবার পরই জাহাজটি চূড়ান্ত ইটালির উদ্দেশ্যে ছেড়ে যাবে। সেখান থেকে সবচাইতে ঝুঁকিপূর্ণ রাসায়নিকগুলো একটি আমেরিকান জাহাজে তুলে দেয়া হবে, যেখানে এ ধরনের রাসায়নিক নিষ্ক্রিয় করার যন্ত্রপাতি রয়েছে।
এদিকে এখনও পুরোপুরি প্রস্তুত হয়নি মার্কিন জাহাজ এমভি কেপ রে। প্রস্তুতি শেষ হলেই এটি ভার্জিনিয়ার নরভোক বন্দর থেকে ইটালির উদ্দেশ্যে রওয়ানা হবে।