স্টাফ রিপোর্টার : শেরপুর জেলা কারাগারের ৮ জন বিদেশী বন্দীদের মাঝে উপহার সামগ্রী ও শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। ৭ জানুয়ারী মঙ্গলবার দুপুরে আন্তর্জাতিক রেড ক্রিসেন্ট এর সহায়তায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি শেরপুর ইউনিটের আয়োজনে ওই শীতবস্ত্র ও উপহার সামগ্রী বিতরণ করা হয়।
জেলা কারাগারে ওই উপহার সামগ্রী ও শীত বস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন, কারাগারের জেলার বিকাশ রায়হান, রেড ক্রিসেন্ট সোসাইটির জেলা ইউনিটের সভাপতি খন্দকার নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক ফকরুল মজিদ খোকন, ইউনিট কর্মকর্তা আব্দুল মোতালেব, কারাগার পরিদর্শক হাবীবুর রহমান হাবীব, নাসরিন বেগম ফাতেমা, রফিকুল ইসলাম প্রমূখ।
বিদেশী বন্দীরা হচ্ছেন, ভারতের জীবন বার্মা, উরারাও, থানদুই, রঙ্গ ¤্রং, সালিম মারাক, আগুতা সাংমা, নিভাল মারাক, সঞ্জিমান সাংমা। এরা বিভিন্ন সময়ে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের দায়ে শেরপুর জেলা কারাগারে সাজা ভোগ করছেন।
