কেশবপুর (যশোর) প্রতিনিধি : দশম জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৬ (কেশবপুর) সংসদীয় আসনে আওয়ামীলীগ দলীয় প্রার্থী ইসমাত আরা সাদেক ৫৫ হাজার ২৭০ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তিনি আওয়ামীলীগ সরকারের সাবেক শিক্ষামন্ত্রী এএসএইচকে সাদেকের পতœী। এ আসনে ১ লাখ ৭৪ হাজার ৩৩৫ জন ভোটারের মধ্যে ৫৭ হাজার ৫০১ জন ভোটার ভোট প্রয়োগ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তর থেকে ঘোষিত ফলাফল অনুযায়ী ৭৫ কেন্দ্রের মধ্যে সব কয়টির ফলাফলে ইসমাত আরা সাদেক (নৌকা) পেয়েছেন ৫৫ হাজার ২৭০ ভোট এবং তার প্রতিদ্ব›দ্বী বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) প্রার্থী প্রশান্ত বিশ্বাস (টেলিভিশন) ১হাজার ৩২৮ ভোট পেয়েছেন। ভোট বাতিল হয়েছে ৯০৩ টি। বিভিন্ন ভোট কেন্দ্র ঘুরে দেখা গেছে, পুরুষের চেয়ে নারী ভোটারদের উপস্থিতি ছিল বেশি। যশোর জেলায় এই সর্ব প্রথম সরাসরি ভোটে নারী সংসদ সদস্য নির্বাচিত হলেন ইসমাত আরা সাদেক।
