মশিউর রহমান পিংকু, ভোলা : দশম জাতীয় সংসদ নির্বাচনে ভোলার ২টি আসনেই আওয়ামী লীগের প্রার্থীরা বেসরকারিভাবে জয়ী হয়েছেন। ভোলা- ২ আসনের আলী আজম মুকুল ও ভোলা- ৩ আসনের নুরুন্নবী চৌধুরী শাওন ব্যাপক ভোটের ব্যবধানে বেসরকারিভাবে জয়ী হন বলে বিভিন্ন সূত্রে জানা যায় ।
ভোলায় আগের রাতে ৬টি ভোট কেন্দ্রে আগুন ও বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরনের পরও রোববার সকাল থেকে জেলার দুটি আসনে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহন শেষ হয়। ঘন কুয়াশার মধ্যে সকালে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়তে থাকে। ভোট গ্রহন শেষে অধিকাংশ কেন্দ্রে দেখা যায় ভোট গ্রহনের হার ৮০ থেকে ৯০ ভাগ। প্রাপ্ত বেসরকারিভাবে প্রকাশিত ফলাফলে ভোলা- ২ আসনের ১০২টি কেন্দ্রে নৌকা প্রতিকের প্রার্থী আলী আজম মুকুল পেয়েছেন ১৫৬৬৯৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্ধন্ধী জাতীয় পার্টির (জেপি) মোঃ সালাহউদ্দিন পেয়েছেন ৮৫৬১ ভোট। ভোলা- ৩ আসনের ৯৮টি কেন্দ্রে নৌকা প্রতিকের প্রার্থী নুরুন্নবী চৌধুরী শাওন পেয়েছেন ১৭১৮৫৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্ধ›দ্ধী জাতীয় পার্টির এডভোকেট এ কে এম নজরুল ইসলাম পেয়েছেন ৯০৭২ ভোট।
নির্বাচন চলাকালে সকালে লালমোহন হাই স্কুল কেন্দ্রের পাশে পর পর ৩টি ককটেল বিস্ফোরিত হওয়ায় আতংক ছড়িয়ে পড়ে। ফলে ভোটার শূণ্য হয়ে পরে কেন্দ্রটি। সকালে ঘন কুয়াশার মধ্যেও সকল কেন্দ্রে ভোটার উপস্থিত হতে থাকে। তবে ১০-১২টি কেন্দ্রে সকাল সাড়ে ৮টা পর্যন্ত ঘন কুয়াশার জন্য ভোটার উপস্থিত হতে পারেনি।
সকাল থেকে যেসব কেন্দ্রে ভোটার ছিল দুপুর ১২টার পর সেসব কেন্দ্রে ভোটার উপস্থিতি কমতে থাকে। এরপর আওয়ামী লীগ নেতা-কর্মীরা ভোটারদের কেন্দ্রে আনার চেষ্টা করেন। সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে আ’লীগ কর্মীদের অন্য কেন্দ্রের ভোটার এনে দীর্ঘ লাইন তৈরী করার চেষ্টা করতে দেখা যায়। দুপুর ১২টা পর্যন্ত ভোটারদের ২৫ ভাগ ভোট দেয়ার কথা জানান অধিকাংশ প্রিজাইডিং অফিসার। ভোলা-৩ আসনে অধিকাংশ হিন্দু ভোটার সকাল থেকে আতংকে ভোট কেন্দ্রে না গেলেও দুপুরের পর থেকে ভোট কেন্দ্রে তাদের উপস্থিতি বাড়তে থাকে।
ভোলা- ৩ আসনে আওয়ামী লীগ প্রার্থী নুরুন্নবী চৌধুরী শাওন সস্ত্রীক লালমোহন হাই স্কুল কেন্দ্রে ও জাতীয় পার্টির প্রার্থী এডভোকেট এ কে এম নজরুল ইসলাম ভোট দেন ২নং সরকারি প্রাথমিক স্কুল কেন্দ্রে । ভোলা- ২ আসনের আওয়ামী লীগ প্রার্থী আলী আজম মুকুল ভোট দেন দৌলতখান বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্কুল কেন্দ্রে ও জাতীয় পার্টির (জেপি) মোঃ সালাউদ্দিন ভোট দেন বোরহানউদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ে।
