মো. জাফর উল্লাহ, কলমাকান্দা (নেত্রকোণা) : দশম জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোণা-১ আসনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী ছবি বিশ্বাস (নৌকা) প্রতীকে ৫৩৪৯৬ ভোটে বেসরকারি ভাবে সাংসদ নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী শাহ কুতুব উদ্দিন রয়েল (হরিণ) প্রতীকে ৩১৭১০ ও অপর স্বতন্ত্র প্রার্থী সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহী (আনারস) প্রতীকে ১৭৬৬৫ ভোট পেয়েছেন। অপর দিকে জাতীয় পার্টির প্রার্থী আনোয়ার হোসেন সান্ত লাঙ্গল প্রতীকে ১৩৮১ ভোট পেয়েছেন।
উল্লেখ্য, নেত্রকোণা-১ আসনটি কলমাকান্দা-দূর্গাপুর উপজেলা নিয়ে গঠিত।
