ads

মঙ্গলবার , ৭ জানুয়ারি ২০১৪ | ৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ছাতক সংবাদ

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ৭, ২০১৪ ৮:০৩ অপরাহ্ণ

Sunamganj_District_Map_Bangladesh-37
দোয়ারায় ব্যাংক কর্মকর্তার উপর হামলার ঘটনায়  আ.লীগ নেতা গ্রেফতার

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি :  দোয়ারায় ব্যাংক কর্মকর্তার উপর হামলার ঘটনায় জড়িত সন্দেহে বাংলাবাজার ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক ডা. আব্দুস সামাদকে গ্রেফতার করেছে পুলিশ।  মঙ্গলবার বিকেলে উপজেলার বাংলাবাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। ইউনিয়নের পালকাপন ভোট কেন্দ্রের প্রিসাইডিং অফিসার ও কৃষি ব্যাংক বাংলাবাজার শাখার ম্যানেজার লোকমান হোসেনের উপর সোমবার সকালে ব্যাংক কার্যালয়ে হামলা চালায় কয়েকজন যুবলীগকর্মী। এ ঘটনায় সোমবার দোয়ারা থানায় মামলা (নং-০২) দায়েরের প্রেক্ষিতে থানার এসআই নাজিম তাকে গ্রেফতার করেন।

                   ছাতকের ছৈলা মোহাম্মদিয়া হাফিজিয়া মাদ্রাসা’র আনুষ্ঠানিক যাত্রা শুরু

Shamol Bangla Ads

ছাতকের ছৈলা-আফজালাবাদ ইউনিয়নের ছৈলা গ্রামস্থ মোহাম্মদিয়া হাফিজিয়া মাদ্রাসার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার দুপুরে মাদ্রাসা প্রাঙ্গনে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও সাবেক চেয়ারম্যান ছাইম উল­াহ’র সভাপতিত্বে ও কোষাধ্যক্ষ নাজির মিয়া তালুকদারের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট হাজী কুদরত উল­াহ হাফিজিয়া মাদ্রাসার প্রিন্সিপাল হাফিজ মাওলানা মিফতাহুদ্দীন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাদে ঝিগলী হাফিজিয়া মাদ্রাসার নায়েবে মুহতামিম হাফিজ মাওলানা লুকমান আহমদ, আল-হিকমা জামেয়া ইসলামিয়ার গভর্নিং বডির সদস্য উবায়দুল হক শাহিন, ছৈলা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা জয়নাল আবেদীন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ্ব ফারুক মিয়া তালুকদার, পরিচালনা কমিটির সহ-সভাপতি আলহাজ্ব আবুল হোসেন, আফলু মিয়া, সেক্রেটারী আলহাজ্ব আব্দুল খালিক, সহ-সেক্রেটারী আব্দুস শহিদ, ছাইফ উদ্দিন, হাজী আব্দুর রউফ, মুক্তিযোদ্ধা ছায়াদুল ইসলাম, মাওলানা সালাউদ্দিন, এমরুল হাসান, আব্দুল মতিন, সিরাজুল ইসলাম, কাজী আবুল মিয়া, কাজী তছিল মিয়া, তাজুদ আলী, নুর ইসলাম, আবুল কালাম, মাহমদ আলী, আনা মিয়া, ছয়দুল ইসলাম, চান মিয়া, আবুল হোসেন মেম্বার, মাওলানা আব্দুল করিম, রিয়াদ আহমদ, রাহাত আহমদ, খালেদ আহমদ প্রমুখ। সভা শেষে দোয়া মাহফিল পরিচালনা করেন, হাফিজ মাওলানা মিফতাহুদ্দীন। সভার শুরুতে কোরআন তিলাওয়াত করেন, হাফিজ আবু সুফিয়ান।

ছাতকে দোকানে অগ্নিসংযোগের ঘটনায়  ব্যবসায়ীদের প্রতিবাদ

ছাতকে পোল্ট্রি ফার্মের দোকানে অগ্নিকান্ডের ঘটনায় ব্যবসায়ীরা প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুরে ব্যবসায়ীদের এক বৈঠকে জড়িতদের গ্রেফতারের দাবী জানান। বুধবার ভোর রাতে কোর্ট রোড এলাকার আমিন মার্কেটের জননী পোল্ট্রি ফার্মে এক ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে ফার্মের অর্ধশতাধিক মোরগসহ আসবাবপত্র ও মোরগের খাদ্য ভষ্মিভূত হয়। দোকান মালিক সমর আলী জানান, পরিকল্পিতভাবে তার দোকানে অগ্নিসংযোগ করে দোকানের প্রায় ৭০হাজার টাকার ক্ষতি সাধন করেছে দুর্বৃত্তরা।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!