ঠাকুরগাঁও প্রতিনিধি : চিনি কল ও কৃষি পন্য পরিবহন ব্যবস্থা হরতাল অবরোধ আওতামুক্ত রাখার দাবিতে ঠাকুরগাঁওয়ে সমাবেশ করেছে আখ চাষী ও চিনিকল শ্রমিক কর্মচারীরা। ৭ জানুয়ারী মঙ্গলবার সকাল ১১ টায় ঠাকুরগাঁও চিনিকল চত্বরে এই সমাবেশ আয়োজন করে তারা।

কেন্দ্রীয় আখ চাষী সমিতির সভাপতি রুহুল আমীনের সভাপতিত্বে বক্তব্য দেন চিনিকল ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ,সাবেক উপজেলা চেয়ারম্যান ইউনুস আলী, কৃষক নেতা এসএমএ আব্দুস সালাম,শ্রমিক নেতা নুরুজ্জামান,আব্দুল কুদ্দস,বিএনপি নেতা খালেকুজ্জামান,আব্দুর রহিম প্রমুখ। এই সমাবেশে বিএনপি নেতৃত্বাধীন আঠারো দলের বিভিন্ন স্থরের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তরা-সংবাদ পত্র,ওষূধ পরিবহন,পানি সরবরাহ পরিবহনের মত আখসহ কৃষি পণ্য পরিবহন হরতাল অবরোধ কর্মসূচি আওতা মুক্ত রাখার দাবি জানান। তবে এ প্রসঙ্গে জেলা বিএনপির সাধারণ সম্পাদক তৈয়মুর রহমান বলেন সোমবার রাতের পর সিদ্ধান্ত নেয়া হতে পারে।
