চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহরে ‘অনলাইন সাংবাদিক ফোরাম’ নামে একটি কমিটি গঠন করা হয়েছে। সোমবার সকালে খেয়াঘাটস্থ অনলাইন পত্রিকা ‘অনাবিল ডট নেট’র আঞ্চলিক কার্যালয়ে অনুষ্ঠিত উপজেলায় কর্মরত অনলাইন পত্রিকার সাংবাদিকদের এক জরুরী সভায় এই কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন আহবায়ক মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
সভায় সর্বসম্মতিক্রমে মোহাম্মদ জাহাঙ্গীর আলম কে সভাপতি ও ইকবাল কবীর রনজু কে সাধারন সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি মহিদুল ইসলাম খাঁন, সহ-সাধারণ সম্পাদক ইবাদত হোসেন, সাংগঠনিক সম্পাদক এসএম মামসুদ রানা প্রমুখ।
