শ্যামলবাংলা ডেস্ক : বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। ৭ জানুয়ারী মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবের অগ্রণী ব্যাংক সংলগ্ন গেট দিয়ে বেরিয়ে যাওয়ার সময় ডিবি পুলিশ খন্দকার মাহবুবকে আটক করে নিয়ে যায়। বিএনপিপন্থী সম্মিলিত পেশাজীবী পরিষদের অনুষ্ঠান শেষে অ্যাম্বুলেন্স যোগে বেরিয়ে যাচ্ছিলেন তিনি।

ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (গণমাধ্যম) মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, খন্দকার মাহবুবকে আটকের পর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেয়া হয়েছে।
