কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুর জেলার কালীগঞ্জে সিমেন্ট কারখানার ভিতর গাড়ীর ধাক্কায় এক চালকের মৃত্যুর খবর পাওয়া গেছে।
থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোর রাতে উপজেলার মূলগাঁও সেভেন রিং সার্কেল সিমেন্ট কারখানার ভিতরে কাউছার (২৮) নামের এক চালক তার গাড়ীর পার্কিং করে প্রকৃতির ডাকে সারা দেয়ার সময় পিছন থেকে কারখানার অপর একটি গাড়ী (ঢাকা মেট্রো উ-১১-১৯৪৪) তার গাড়ীকে স্বজোড়ে ধাক্কা দেয়। এ সময় উক্ত গাড়ীটিই তাকে পিছনে ধাক্কা দিয়ে দেয়ালের সাথে মিশিয়ে দেয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করে। নিহত কাউছার উপজেলার মোক্তারপুর ইউনিয়নের বড়গাঁও গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে। এ ব্যাপারে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. নাজমূল হক ভূঁইয়া ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নিহতের পরিবার কোন মামলা করতে রাজী হয়নি। পরে গাজীপুর জেলা প্রশাসকের অনুমতি সাপেক্ষে বিকেলে ময়না তদন্ত ছাড়াই লাশ থানা থেকে নিজ বাড়ীতে নিয়ে যায়।
