কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের ব্যক্তিগত উদ্যোগে উপজেলা চতুর্থ শ্রেণীর কর্মচারী সমিতিকে টেলিভিশন বিতরণ করেন।
গতকাল মঙ্গলবার বিকালে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল আহ্সান তালুকদারের কার্যালয়ে তাঁর ব্যক্তিগত তহবিল থেকে উপজেলা পরিষদে কর্মরত চতুর্থ শ্রেণীর কর্মচারী সমিতিকে ১টি রঙ্গিন ২১ ইঞ্চি সোলার টেলিভিশন বিতরণ করেন। সমিতির পক্ষে সভাপতি ও সেত্রেটারীসহ অন্যান্য সদস্যরা টেলিভিশন গ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা শিক্ষা অফিসার মো. আবু ইউসুফ খান, ইউআরসি ইন্সট্রাক্টর মো. তরিকুল ইসলাম সেগুনসহ অন্যান্য অফিসারবৃন্দ।
