কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি : কলারোয়া সীমান্তে এ্যানাগ্রা ট্যাবলেট ও ফেনসিডিল উদ্ধার করেছে বিজিবি। এসময় ৩ যুবক আটক হয়। বিজিবি সূত্র জানায়, সোমবার ভোরে উপজেলার কেঁড়াগাছির চারাবাড়ি এলাকার নোটিজাঙ্গাল বিল থেকে ২০০০পিচ এ্যানাগ্রা ট্যাবলেট উদ্ধার করে তলুইগাছা বিওপির বিজিবি সদস্যরা। যার আনুমানিক মূল্য ১লাখ ৪০হাজার টাকা। এ ঘটনায় কেউ আটক হয়নি। এদিকে, রবিবার রাতে ভাদিয়ালীর সোনাই নদীর তীর থেকে ১৩ বোতল ফেনসিডিলসহ ৩যুবককে আটক করে কাকডাঙ্গা বিওপির বিজিবি সদস্যরা। ওই যুবকরা ভারত থেকে নৌকাযোগে ফেনসিডিল আনার সময় আটকের আগমুহুর্তে বেশ কয়েক বোতল ফেনসিডিল নদীতে ফেলে দেয়। আটককৃতরা হলো ভাদিয়ালী গ্রামের শরিফুল (২৮), লাঙ্গলঝাড়া গ্রামের রেজাউলের পুত্র সবুজ (২০) ও কামরুলের পুত্র আক্তারুল (২৪)। তাদের থানায় সোপর্দ করেছে বিজিবি। এঘটনায় বিজিবি আটককৃত যুবকসহ ভাদিয়ালী গ্রামের মনি (২৮) কে আসামী করে কলারোয়া থানায় মামলা দায়ের করেছে বলে জানা গেছে।
