কলমাকান্দা (নেত্রকোণা) সংবাদদাতা : নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলার কৈলাটি ইউনিয়নের হাপানিয়া গ্রামের আওয়ামীলীগ নেতা খোরশেদুল আলমের বাড়ীতে নির্বাচনোত্তর সহিংসতার অংশ হিসাবে আগুন দিয়েছে দূর্বৃত্তরা।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ওসি বজলুর রহমান জানান এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে। নবনির্বাচিত সংসদ সদস্য ছবি বিশ্বাস ঘটনাস্থল পরিদর্শন করে আওয়ামীলীগ নেতাকে শান্তনা প্রদান সহ দূর্বৃত্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহনের আশ্বাস প্রদান করেছেন। এলাকায় পুলিশ ও বিজিবি টহল অব্যাহত রয়েছে।