শ্যামলবাংলা ডেস্ক : বিরোধীদলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, অবৈধ এ সরকার দীর্ঘায়িত হবে না। তিনি দশম জাতীয় সংসদ নির্বাচনের পরদিন ৬ জানুয়ারী সোমবার এক বিবৃতিতে ওই কথা বলেন। এসময় তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, ঐক্যবদ্ধ থেকে সকল মিথ্যাচার ও কারসাজিকে মোকাবিলা করে অধিকার ফিরিয়ে আনার সংগ্রামে অটল থাকার আহবান জানাচ্ছি।
অবৈধ সরকারকে অবিলম্বে পদত্যাগ করে সমঝোতায় পৌছার আহ্বান জানিয়ে খালেদা জিয়া বলেন, অবিলম্বে নির্বাচনের নামে এই প্রহসন বাতিল, সরকারের পদত্যাগ এবং নির্দলীয় নিরপেক্ষ একটি সরকারের অধীনে সকলের অংশগ্রহনে একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে সমঝোতায় পৌঁছার জন্য আহবান জানাচ্ছি।
তিনি বলেন, ভোটারবর্জিত এই একতরফা কারসাজিকে জনগণ ঘৃণাভরে পুরোপুরি বর্জন করেছেন। গণতন্ত্র হত্যার এই যজ্ঞে তারা সায় দেননি।
তিনি আরও বলেন, ভোটারশূন্য এই নির্বাচনী প্রহসনের মাধ্যমে সকলের সামনে হাতে-কলমে প্রমাণিত হয়েছে যে, সরকারের প্রতি মানুষের ঘৃণা ও অনাস্থা কত তীব্র।