বিলাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি : দশম জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ রাঙ্গামাটি পার্বত্য আসনে স্বতস্ত্র প্রার্থী ও জেএসএস সহ-সভাপতি ঊষাতন তালুকদারের হাতে নির্বাচনী লড়াইয়ে ধরাশায়ী হলেন আওয়ামী লীগের ৩ বারের নির্বাচিত এমপি ও পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার। ৫ জানুয়ারী ভোট গ্রহণের পর ভোট গণনা শেষে ২০১টি ভোট কেন্দ্রের মধ্যে রাঙ্গামাটি রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে রবিবার রাতে ১শ ৯৭টি কেন্দ্রের বেসরকারী ফলাফল ঘোষণা করা হয়েছে। ওই ফলাফলে ঊষাতন তালুকদার (হাতি) পেয়েছেন ৯১ হাজার ৪৮ ভোট। অপরদিকে নিকটতম প্রতিদ্বদ্ধী প্রার্থী দীপংকর তালুকদার (নৌকা) পেয়েছেন ৭৭হাজার ৩শ ৭ ভোট। ৪ কেন্দ্রের ফলাফল বাদে ঊষাতন তালুকদার দীপংকর তালুকদারের চেয়ে ১৩ হাজার ৬শ ৮৭ ভোটে এগিয়ে রয়েছেন। এদিকে অঘোষিত অবশিষ্ট ৪ কেন্দ্রের পোলিং এজেন্ট সূত্রে জানা গেছে, জুরাছড়ির দুমদুম্যা ও বরকল উপজেলার ৩টিসহ ৪ কেন্দ্রে ঊষাতন তালুকদার পেয়েছেন ৪ হাজার ৫শ ৬১ ভোট ও দীপংকর তালুকদার পেয়েছেন ২৮ ভোট। তবে রাঙ্গামাটি জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, দুর্গম ৪ কেন্দ্রের ফলাফল পাওয়ার পর আজ সোমবার রাঙ্গামাটি আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হবে।
