মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুর জেলার সরকারি শিক্ষকদের দীর্ঘদিনের নেতা মোঃ হাশেম আলী রবিবার সকাল ৮ টায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্নালিল্লাহে……….রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর। তিনি ৪ ছেলে এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের নামাজে জানাজা শেষে যাদবপুর কবরস্থানে দাফন করা হয়েছে। তার মৃত্যুতে সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও মেহেরপুর জেলা সভাপতি নাজমুল হক লিটনসহ শিক্ষক সমিতির নেতৃবৃন্দ মরহুমের শোকসন্ত্রপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন ও তার রূহের মাগফেরাত কামনা করেন।
