হোসেনপুর (কিশোরগঞ্জ)প্রতিনিধি : টানা অবরোধ ও হরতালে নাশকতার আশংকায় কিশোরগঞ্জের হোসেনপুরে এক বিএনপি নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। জানাযায়, শনিবার রাতে উপজেলার শাহেদল নয়াপাড়া গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে স্থানীয় বিএনপি নেতা মোঃ সুমন মিয়াকে (২৮) পুলিশ নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। ওসি মীর মোশারফ হোসেন জানান, চলমান রাজনীতিক পরিস্থিতিতে নাশকতার আশংকাংয় সুমনকে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেফতার করা হয়েছে।