শ্যামলবাংলা ডেস্ক : ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ, হামলা ও ব্যালট বাক্স ছিনতাই হওয়ার কারণে সারাদেশে প্রায় দেড় শতাধিক কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। নির্বাচন কমিশন সচিবালয় সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
যেসব কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে সেগুলোর মধ্যে রয়েছে- দিনাজপুর-৪ আসনের ১৪টি ও দিনাজপুর-৫ আসনের ৩টি, নীলফামারী-১ আসনে ৫টি ও ৩-এ ৪টি কেন্দ্র, রংপুর-৩ আসনের ৩টি কেন্দ্র ও রংপুর-৪ আসনের ৪১টি কেন্দ্র, গাইবান্ধা-১ আসনে ৩টি, গাইবান্ধা -৩ আসনে ২১টি, গাইবান্ধা-৪ আসনে ২০টি, শেরপুরের ১টি কেন্দ্র, জামালপুরের ৩টি কেন্দ্র, লালমনিরহাট-১ আসনের ২টি কেন্দ্র, হবিগঞ্জ-২ আসনের ২টি কেন্দ্র ও কুমিল্লা-৯ আসনের ৪টি কেন্দ্র, চট্টগ্রামে ২টি, লক্ষ্মীপুরে ৩টি কেন্দ্র।
উল্লেখ্য, দেশের মোট ৩শ নির্বাচনী আসনের মধ্যে ১শ ৫৩টি আসনের প্রার্থীরা আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বাকি ১শ ৪৭টি আসনে ভোটগ্রহণ চলছে। ১শ ৪৭ আসনে মোট ভোটার ৪ কোটি ৩৯ লাখ ৮ হাজার ৭শ ২৪ জন। ওইসব আসনে মোট ভোট কেন্দ্র ১৮ হাজার ২শ ৮টি, যার মধ্যে ১০ হাজারই ঝুঁকিপূর্ণ।