শ্যামলবাংলা স্পোর্টস : দীর্ঘ বিমানযাত্রা শেষে অ্যাডিলেডে পৌছেই অস্ট্রেলীয় সাংবাদিকদের মুখোমুখি হতে হল। তাকে ঘিরে অ্যাডিলেডে গণমাধ্যমের আগ্রহ স্বাভাবিকই বটে। কারণ প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে বিগ ব্যাশে অভিষেক ঘটতে যাচ্ছে তার। অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে আজ দুপুর ২টায় সিডনি সিক্সার্সের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছেন সাকিব আল হাসান।
অধিনায়ক ইয়োহান বোথার পরিবর্তন হিসেবে পরশু অস্ট্রেলিয়ায় উড়ে গেছেন সাকিব আল হাসান। বিগ ব্যাশ লিগে খেলতে পেরে অভিভূত সাকিব স্থানীয় গণমাধ্যমকে বলেন, অ্যাডিলেডের হয়ে খেলার সুযোগ পেয়ে আমি অনেক এক্সাইটেড। ব্যাপারটা খুব দ্রুত হয়ে গেছে; মাত্র দু’দিনের মধ্যে। তাই আমিসহ সবাই খুবই আনন্দিত। বিগ ব্যাশে খেলার সুযোগকে বাংলাদেশ ক্রিকেটের জন্য সম্মানজনক বলেই মনে করছেন সাকিব, এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য বড় এক সম্মানের ব্যাপার। আশা করি আমার পর বাংলাদেশ থেকে আরও অনেকে এখানে খেলার সুযোগ পাবে।