শ্যামলবাংলা ডেস্ক : সব ধরনের ষড়যন্ত্র বানচাল করে জনগণ দশম জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেয়ায় গণতন্ত্রের বিজয় হয়েছে বলে দাবি করেছে আওয়ামী লীগ। ৫ জানুয়ারী রবিবার ভোটগ্রহণ শেষে বিকেলে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের পক্ষ থেকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ওই দাবি করেন দলের উপদেষ্টা পরিষদের সদস্য ও নির্বাচনকালীন সরকারের মন্ত্রী তোফায়েল আহমেদ।
এসময় তিনি বলেন, দশম জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। বিরোধী দলের আহ্বান প্রত্যাখান করে জনগণ সব ধরনের ষড়যন্ত্র বানচাল করে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন। বিদেশি পর্যবেক্ষকদের কাছেও ভোটগ্রহণ সন্তোষজনক হয়েছে। এতে গণতন্ত্রের বিজয় হয়েছে। মুক্তিযুদ্ধের চেতনার বিজয় হয়েছে।
তোফায়েল আহমেদ বলেন, মানুষ প্রমাণ করেছে নির্বাচনের উপর তাদের আস্থা আছে। আজ প্রমাণিত হয়েছে বিরোধীদলীয় নেতা ব্যর্থ হয়েছেন।