স্টাফ রিপোর্টার : বিরোধী দল ছাড়া উত্তাপহীন নির্বাচনে ঘন কুয়াশার চাঁদরে ঢাকা রবিবার শীতের সকাল ৮টা ২০ মিনিটে মতিয়া চৌধুরী ভোট প্রদান করলেও সাংবাদিকদের সঙ্গে কোন কথা বলেন নি। মতিয়া ভোট দেয়ার সময় ওই কেন্দ্রে ১৫/২০ জন পুরুষ ভোটারের লাইন ছিল। তার প্রতিদ্ব›িদ্ব কৃষিবিদ বদিউজ্জামান বাদশ্ ানালিতাবাড়ী তারাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে সকাল ৮ টায় ভোট প্রদান করেন।
সকাল ৮টা থেকে শীত উপেক্ষা করে অধিকাংশ ভোট কেন্দ্রগুলোতে অল্প সংখ্যক ভোটারের লাইন দেখা গেছে। আবার দু’একটি কেন্দ্রে সামনে কোন লাইনই ছিল না। তবে কেন্দ্রের শান্তিপূর্ণ পরিবেশ দেখে অনেক ভোটার সন্তোষ প্রকাশ করেছেন।
শেরপুর-১ আসনের আওয়ামী লীগের প্রার্থী জেলা আওয়ামী লীগ সভাপতি মোঃ আতিউর রহমান আতিক এমপি সকাল ৮টা ১ মিনিটে শেরপুর সদর উপজেলার দক্ষিণ তারাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট প্রদান করেন।
শেরপুর-৩ আসনের আওয়ামী লীগের প্রার্থী প্রকৌশলী একেএম ফজলুল হক চাঁন এমপি শ্রীবরদী রূপারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করেন সকাল ১১ টায়।
