স্টাফ রিপোর্টার : ভোটের আগের দিন রাতে শেরপুরের বিভিন্ন স্থানে প্রায় ১৫ টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার ৪ জানুয়ারী শনিবার রাতে সদর উপজেলায় ৬টি ককটেলের বিস্ফোরণ ঘটে। এছাড়া ঝিনাইগাতী উপজেলার একটি ভোটকেন্দ্রের সামনে ও শহরের বিভিন্ন স্থানে ৬টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
জানা যায়, রাত সাড়ে ৯টার দিকে শেরপুর জেলা শহরের সত্যবতী মোড়ে ২/৩ তরুণ ৬টি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত সটকে পড়ে। পরে পুলিশসহ আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর লোকজন গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে।
এদিকে ঝিনাইগাতী উপজেলার কুচনীপাড়া ভোট কেন্দ্রের পার্শ্বে ও উপজেলা শহরের বিভিন্ন স্থানে ৬ টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।