মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখা-১আসনে ১৮ দলীয় জোটের হামলায় পুলিশ, আনসার ও ভোটারসহ আহত হয়েছেন ৩ জন । এ ঘটনায় ২জনকে আটক করেছে য়ৌথবাহিনী ।
রবিবার সকাল সাড়ে ১১ টায় কাঠালতলী উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে এ ঘটনাটি ঘটে ।
আহতরা হলেন, পুলিশ কনষ্টেবল আনোয়ার হোসেন(৩৫).আনসার সদস্য মুনসুর মিয়া (৩২) ও ভোটারের নাম পাওয়া যায়নি। আটকদের নাম ও পরিচয় পাওয়া যাযনি।
পুলিশ সূত্রে জানা য়ায়, ভোটের দিন সাড়ে ১১ টায় কাঠালতলী উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে ১৮ দলীয় জোটের অতর্কিত হামলা চালায়।
এ সময় ৩ জন আহত হন । পরে যৌথবাহিনী খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে তাদেরকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় ।
মৌলভীবাজার জেলা পুলিশ সুপার (এসপি) মো: তোফায়েল আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।