মৌলভীবাজার প্রতিনিধি : দশম জাতীয় সংসদ নির্বাচন মৌলভীবাজারের ১ বড়লেখা-জুড়ী ও কুলাউড়া-কমলগঞ্জ(আংশিক) আসনসহ দুটি আসনের নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।
রবিবার বিকেল ৪টা থেকে মৌলভীবাজার-১ ও-২ আসনের ২১৭টি কেন্দ্রের ভোট গণনা শুরু হয়েছে কুলাউড়া ও বড়লেখা উপজেলায় স্থাপিত কন্ট্রোল রুমে ফলাফল আসতে শুরু করেছে ।
কুলাউড়া উপজেলার সহকারী রিটানিং অফিসার মোহাম্মদ শামছুল ইসলাম ও বড়লেখা উপজেলা সহকারী রিটানীং অফিসার সৈয়দ আমিনুর রহমান জানান, সকালে ভোটারদের উপস্থিতি কম থাকলে ও বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের অংশ গ্রহন কিছুটা বেড়ে যায়।
মৌলভীবাজার জেলা রিটানিং অফিসার জেলা প্রশাসক মো: কামরুল হাসান জানান, কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ন ভাবে শেষ হয়েছে। তবে কোন কেন্দ্র ভোট কেন্দ্র বন্ধ হয়নি।