রবিবার , ৫ জানুয়ারি ২০১৪ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মাগুরার মহম্মদপুরে ২টি ভোট কেন্দ্রে হামলা-ভাংচুর, ককটেল বিস্ফোরণ : ২ আনসার আহত

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
জানুয়ারি ৫, ২০১৪ ৬:০৬ অপরাহ্ণ

Magura Election Picture 2014মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি : মাগুরার মহম্মদপুরের রাজাপুর ইউনিয়নের রাহাতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট বিরোধীরা হামলা ও ভাংচুর করে ছিনিয়ে নিয়ে গেছে ব্যালট। ৫ জানুয়ারী রবিবার বেলা ৩টায় ওই ঘটনা ঘটে। ভোট বিরোধীরা আকস্মিকভাবে ওই কেন্দ্রে হামলা করে। এ সময় তারা ৩টি ককটেল বিস্ফোরণ ঘটায় এবং ৪টি ব্যালট ভেঙ্গে তছনছ করে। এতে ইরফান (৪০) ও দুলাল (৫০) নামের দুই আনসার সদস্য আহত হয়। ভোট বিরোধীরা নির্বাচনী কাজে ব্যবহৃত একটি নছিমন ও ভোট কেন্দ্র ভাংচুর চালায়। একই ঘটনা ঘটেছে ওই ইউনিয়নের নিত্যানন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রেও। ফলে দু’টি কেন্দ্রেই ৩টার পর ভোট গ্রহণ স্থগিত করে দেয়া হয়।
এদিকে মহম্মদপুরের ৫৭টি ভোট কেন্দ্রে ছিলনা আনন্দমূখরতা। ছিলনা উচ্ছ্বাস-উৎসব। নিষ্প্রাণ-নিরুৎসাহের ভোটে ভোটারদের উপস্থিতি ছিল হতাশাজনক। সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হলেও বিচ্ছিন্নভাবে ভোট পড়তে শুরু করে বেশ দেরিতে। কোন কেন্দ্রেই ভোটারদের লাইন চোখে পড়েনি। বিচ্ছিন্নভাবে ভোটারদের আসতে দেখা যায়। যে যার মতো ভোট দিয়ে দ্রুত কেন্দ্র ত্যাগ করে চলে যান।
রবিবার সকাল সাড়ে ১১টায় উপজেলার রায়পাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা গেছে, ভোটারদের উপস্থিতি একেবারেই নেই। এ কেন্দ্রে মুরাইল পশ্চিমখন্ড থেকে পুরুষের ভোট পড়ে ৬টি। তবে নারী বাক্সে তখনও কোন ভোট পড়েনি। এ কেন্দ্রের মোট ভোটার সংখ্যা এক হাজার ২শ ৮৯ জন। উচ্চ বালিকা বিদ্যালয় কেন্দ্রে ১১টা ৫৩ মিনিটে গিয়ে দেখা যায়, ভোটের মাঠ ফাঁকা। মোট ২ হাজার ২শ ৫৪ ভোটের মধ্যে ভোট পড়েছে ৪শ ১৯টি। ১২টা ৮ মিনিটে আর এস. কে এইচ ইনস্টিটিউশন কেন্দ্রের অবস্থাও একই রকম। জনশূন্য ভোট বুথের বারান্দায় হাঙ্গামা চলছে কুকুরের দলের। মহিলা আনসার সদস্যরা লাঠি নিয়ে ছত্রভঙ্গ করে দেয় কুকুর দলকে। ১২টা ২৫ মিনিটে ধোয়াইল কেন্দ্রে গিয়েও একই চিত্র চোখে পড়ে। মোট ৩ হাজার ১শ ৩১ ভোটারের মধ্যে ওই সময়ের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেন ৫শ ১৮ জন। ১২টা ৪৫ মিনিটে বালিদিয়া ইউনিয়নের বড়রিয়া কেন্দ্রে যেয়েও অভিন্ন দৃশ্য দেখা যায়। ওই সময় পর্যন্ত মোট ৩ হাজার ৪শ ৭৮ ভোটারে মধ্যে ব্যালটে সিল দেন ৩শ ৫৩ জন। ১টা ৭ মিনিটে বালিদিয়া হাইস্কুল কেন্দ্রে গিয়ে দেখা যায়, হাতে গোনা কয়েকজন ভোটার বুথে ঢুকছেন। ওই সময় পর্যন্ত মোট ২ হাজার ৭শ ৪১ ভোটারে মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ৪শ ৯৯ জন।
শুধু ওইসব কেন্দ্রেই নয়- উপজেলার সবগুলো কেন্দ্রের চিত্রই প্রায় একই ধরণের। তবে কোন কোন কেন্দ্রে ভোট ও ভোটারের উপস্থিতি অপেক্ষাকৃত একটু বেশি।
দুইটি ভোট কেন্দ্রে হামলা-ভাংচুর ঘটনার সত্যতা স্বীকার করে মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, ঘটনার পর ভোট স্থগিত করে দেয়া হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটানিং অফিসার মো. কামরুল হাসান বলেন, কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!