ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ ভোলাহাটে ৩টি ভোট কেন্দ্রে ককটেল বিস্ফোরণ ঘটলেও বাঁকী কেন্দ্রে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ সর্ম্পন্ন হয়েছে। ৫ জানুয়ারী সকাল ৮টা হতে বিরতিহীন ভাবে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে ৩টি ভোট কেন্দ্রে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটলেও বাঁকী ২৭টি ভোট কেন্দ্রে শান্তিপূর্ণ ভাবেই ভোট গ্রহন সম্পূর্ন্ন হয়েছে। উপজেলার বিভিন্ন ভোট কেন্দ্র ঘুরে দেখা গেছে, মুশরীভূজা স: প্রা: বিদ্যালয় ভোট কেন্দ্রে দুপুর প্রায় ১২টার সময় ২টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটলে স্থানীয় ভোটারদের মঝে আত্মংক ছড়িয়ে পড়লেও পরে আবারও ভোট গ্রহন শুরু হয়। অপর দিকে একই সময় আদাতলা স: প্রা: বিদ্যালয় ভোট কেন্দ্র দূর্বৃত্তরা ঘিরে ফেলে প্রায় ৮/১০টি ককটেল বিস্ফোরণ ঘটায় এবং কেন্দ্রের ভীতর ইটপাটকেল ছুঁড়ে। সেখানে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর স্ট্রাকিং র্ফেসের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে ভোট গ্রহন আবার শুরু হয়। এ দিকে ভোট গ্রহন শেষে সাড়ে ৪টার সময় দূর্বৃত্তরা তিলোকী স:প্রা: বিদ্যালয়ে ইট ছুঁড়ে ১ আনসার বাহিনীর সদস্যের মাথা ফাটিয়ে দিলে তাকে দ্রƒত ভোলাহাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। উপজেলার এ ৩টি ভোট কেন্দ্র ছাড়াই বাঁকী ভোট কেন্দ্রে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহন সম্পন্ন হলেও ভোটারদের উপস্থিতি ছিল কম। এখন ভোট গণনা চলছে। উপজেলায় মোট ৬৬ হাজার ২৪ ভোটের মধ্যে ভোট প্রদান করেছে ১২ হাজার ৫শত ৮২টি। সকল ভোট কেন্দ্রে মোট ১৯.০৫শতাংশ ভোটার তাদের ভোট প্রদান করেছেন। এ আসনে ৩জন প্রার্থী অংশ গ্রহন করলে নৌকা প্রতীকে গোলাম মোস্তফা বিশ্বাস পেয়েছেন ১০হাজার ৬শত ২৩ ভোট, আনারস প্রতীকে স্বতন্ত্র প্রার্থী খুরসিদ আলম বাচ্চু পেয়েছেন ১হাজার ৪৩০ ভোট এবং টেলিভিশন প্রতীকে বিএনএফ থেকে আলাউদ্দিন পেয়েছেন ৫শত ৩৫ভোট।