বিলাইছড়ি প্রতিনিধি : দশম জাতীয় সংসদ নির্বাচনে কাপ্তাই হ্রদ ও পাহাড় বেষ্টিত ২৯৯ রাঙ্গামাটি পার্বত্য আসনে বিলাইছড়ি উপজেলায় প্রতিটি ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল লক্ষণীয়। এখানে সেনাবাহিনী ও পুলিশের নিচ্ছিন্দ্র নিরাপত্তা ব্যবস্থায় শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়। ছবিতে উপরে নিরাপত্তা বিধানে সেনাবাহিনীর স্টাইকিং ফোর্সের সতর্কাবস্থা,পাশে নৌযানে করে ভোটারদের ভোট কেন্দ্রে আসা ও নিচের ছবিতে ভোটারদের ভোট দেয়ার লক্ষ্যে সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। ছবিগুলো ৫ জানুয়ারী রবিবার সকালে রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলার বিলাইছড়ি উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে তোলা।