শ্যামলবাংলা স্পোর্টস : দীর্ঘ বিমান-যাত্রার পর মাত্র একদিনের বিশ্রাম নিয়েই অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে মাঠে নেমেছিলেন সাকিব আল হাসান। এরপরও তার স্বাভাবিক খেলায় এর বিন্দুমাত্র প্রভাব পড়েনি। বল ও ব্যাট হাতে তিনিই দলের সেরা পারফর্মার। কিন্তু দলের অন্যদের জ্বলে উঠতে না পারায় হারতে হয়েছে সাকিবের দলকে। ম্যাচ জিতে নিয়েছে সিডনি সিক্সার্স।
সাকিব ৩০ বলে খেলেছেন দলের হয়ে সর্বোচ্চ ৪৬ রানের ইনিংস। ইনিংসে তিনটি ৪ ও দুটি ৬ মেরেছেন তিনি। বল হাতেও দলের হয়ে সবচেয়ে বেশি, দুইটি উইকেট নিয়েছেন তিনি, দিয়েছেন মাত্র ২১ রান।
ম্যাচে সাকিবের দল প্রথমে ব্যাটিং করে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৯ রান করে। সর্বোচ্চ রান আসে সাকিবের ব্যাট থেকে। এ ছাড়া ৪৩ রান করেন নাথান রেয়ারডন। পরে ১৫০ রানের লক্ষ্য সিডনি সিক্সার্স পেরিয়ে গেছে ৬ বল ও ৬ উইকেট বাকি থাকতেই। অ্যাডিলেডের হয়ে সেরা বোলার সাকিবই।