বাবুগঞ্জ (বরিশাল)প্রতিনিধি : দশম জাতীয় সংসদ নির্বাচনের ১০ ঘণ্টা আগে বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) নির্বাচনী এলাকার বাবুগঞ্জ উপজেলার বিভিন্ন ভোট কেন্দ্রে বোমা ও ককটেল বিস্ফোরনের ঘটনা ঘটেছে। জানা গেছে, আজ রাত রাত ৮টার দিকে বাবুগঞ্জ উপজেলার বিমান বন্দর থানাধীন দক্ষিন পাংশা ৫৬ নং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ১শত গজ দূরত্বে নির্বাচন বিরোধী দুর্বৃত্তরা পেট্রোল বোমা নিক্ষেপ ও কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। এর পর থেকেই সেখানের নিরাপত্তা জোরদার করা হয়েছে। এর কিছুক্ষন পরে রাত ৯টা ৫৫ মিনিটের দিকে উপজেলার বাবুগঞ্জ থানার বাবুগঞ্জ বাজারের পুরাতন সিনেমা হল সংলগ্ন স্থানে অজ্ঞাত সন্ত্রাসীরা পর পর দুটি ককটেলের বিস্ফোরন ঘটিয়ে তাৎক্ষনিক পালিয়ে যায়। বাবুগঞ্জ উপজেলা প্রশাসন জানান সাধারন ভেটারদের মাঝে আতংক সৃষ্টি করার জন্য এমন ঘটানো হয়েছে। এ রিপোর্ট লোখা পযর্ন্ত বাবুগঞ্জ উপজেলার সবর্ত্ব থমথমে পরিস্থিতি বিরাজ করছে। রাস্তায় সাধারনের চলাচল ছিলোনা বললেই চলে।