পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের পুরাতন বাস স্ট্যান্ড এলাকায় শনিবার রাতে ১৮ দলের নেতাকর্মীরা হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে এ সময় অটোরিক্সা, কয়েকটি বাস ও দোকানে ভাংচুর চালায়। এক পর্যায়ে ছাত্র লীগের নেতাকর্মীদের সাথে সংর্ঘষে ১৮ দলের নেতাকর্মীদের হামলায় রাসেল নামে এক ছাত্রলীগ কর্মী আহত হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে ১২ রাউন্ড রাবার বুলেট ছোড়ে। পুলিশের রাবার বুলেটে ১৮ দলের ৭ জন আহত হয়। এ সময় তারা সেখানে ৩টি অটোরিক্সা ভাংচুর করে। এ ঘটনার পর পিরোজপুর শহরের বিভিন্ন এলাকায় ৫টি অটোরিক্সা ও ৪টি দোকান ভাংচুর করে। এ ব্যাপারে জেলা বিএনপির সাধারন সম্পাদক অধ্যাপক আলমগীর হোসেন জানান, পুলিশ ১৮ দলের নেতাকর্মীদের অন্যায়ভাবে গুলি চালিয়েছে এ ঘটনার জন্য ১৮ দল জড়িত নয়। এ ঘটনার পর শহরে বাড়ানো হয়েছে বাড়তি পুলিশি নজরদারি।