পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের জিয়ানগর উপজেলার বালিপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মোস্তফা কামাল ও তার সহযোগী আওয়ামী লীগ কর্মী মজনু মাতুব্বরকে গতকাল রবিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার চন্ডিপুর এলাকায় বসে কুপিয়ে মারাত্মক জখম করেছে ১৮ দলীয় কর্মীরা।
বালিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান জানান, জামায়াত-বিএনপির কর্মীর অতর্কিত হামলা চালিয়ে মোস্তফা কামাল ও মজনু মাতুব্বরকে কুপিয়ে জখম করেছে। গুরুতর আহত অবস্থায় তাদেরকে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জিয়ানগর উপজেলার ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো: কামরুজ্জামান তালুকদার জানান, আওয়ামী লীগ নেতা মোস্তফা কামাল ও তার সহযোগী মজনু মাতুব্বরের উপর হামলাকারীদের আটকের চেষ্টা চলছে।