লালমনিরহাট সংবাদদাতা : লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় একটি ভোট কেন্দ্রে হামলা চালিয়ে পুলিশের একটি বন্দুক ছিনিয়ে নিয়েছে জামায়াত-শিবির কর্মীরা।
জানা যায়, রবিবার সকালে জামায়াত-শিবিরের ক্যাডাররা দেশীয় ধারালো অস্ত্র নিয়ে ওই ভোট কেন্দ্রে হামলা চালায়। এসময় তারা ঘটনাস্থলে দায়িত্বরত এক পুলিশ সদস্যের একটি বন্দুক ছিনিয়ে নিয়ে যায়।
উপজেলার বাউড়া ইউনিয়নের হুসনাবাদ রেজি: প্রাথমিক বিদ্যালয়ের প্রিসাইডিং অফিসার বিপ্লব বিকাশ রায় জানান, কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ রয়েছে।