নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর জলঢাকা উপজেলার গোলমুন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ভাংচুর করে ব্যালট পেপার ও ব্যালট বাক্স ছিনতাই করেছে দুর্বৃত্তরা। ীই ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। ৪ জানুয়ারী শনিবার সন্ধ্যায় ওই ঘটনা ঘটে।
প্রিজাইডিং অফিসার হিরম্বর কুমার রায় জানান, সন্ধ্যার পর অন্ধকারে অতর্কিতভাবে হামলা চালিয়ে কেন্দ্রে থাকা ভোটের সব উপকরণ নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এসময় নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্য বাঁধা দিলে দুর্বৃত্তদের হামলায় দুইজন পুলিশ সদস্য মারাত্মকভাবে আহত হয়। জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান মনির বিষয়টি নিশ্চিত করেছেন।