এম লুৎফর রহমান, নরসিংদী : নরসিংদীতে কঠোর নিরাপত্তা প্রহরার ও বিপুল সংখ্যক ককটেল বিস্ফোরনের মধ্য দিয়ে নামে মাত্র ভোটারদের উপস্থিতিতে রবিবার জেলার ৩টি আসনে দশম জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচন চলাকালিন সময়ে কোথাও বড় ধরনের অপ্রীতিকর বা সহিংসতার খবর পাওয়া যায়নি। তবে প্রতিটি কেন্দ্রে শনিবার সন্ধ্যার পর থেকে রবিবার সকাল পর্যন্ত বিপুল পরিমান ককটেল বিস্ফোরিত হলেও এতে কোন ক্ষয় ক্ষতি হয়নি।
জেলার ৫টি আসনের মধ্যে নরসিংদী সদর-১, নরসিংদী-২ পলাশ ও নরসিংদী-৩ শিবপুর আসনে রোববার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নরসিংদী-৪ মনোহরদী-বেলাব ও নরসিংদী-৫ রায়পুরা আসনে কোন প্রার্থী না থাকায় আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সাবেক মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু এবং এড: নুরুল মজিদ হুমায়ুন বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন। ফলে এ দু’টি আসনে নির্বাচন হয়নি। নরসিংদী সদর-১ আসনে মোট ভোটার সংখ্যা রয়েছে-৩২৯৫৫২ জন এবং ভোট কেন্দ্র রয়েছে-১১৮টি, নরসিংদী-২ পলাশ আসনে মোট ভোটার সংখ্যা রয়েছে ২০৩৩৭৩ জন এবং ভোট কেন্দ্রের সংখ্যা রয়েছে ৭৩টি এবং নরসিংদী-৩ শিবপুর আসনে মোট ভোটার সংখ্যা রয়েছে ১৯২২৪৫ জন এবং ভোট কেন্দ্রের সংখ্যা রয়েছে ৭৭টি। সবগুলো কেন্দ্রেই অত্যন্ত শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি কেন্দ্রে সেনাবাহিনী, পুলিশ, র্যাব ও বিজিপি সদস্যের সংখ্যা ছিল চোখে পড়ার মত। তবে ভোটারদের উপস্থিতি ছিল গড়ে ১০ ভাগ। কোন কোন কেন্দ্রে বেলা ১২টা পর্যন্ত ২/৪টি করে ভোট পড়তে দেখা গেছে। আবার কোন কোন কেন্দ্রে নৌকা মার্কা সমর্থকরা এসে প্রভাব খাটিয়ে নিজেরা সীল মারতে দেখা যায়। এ নির্বাচনে সাধারণ ভোটারদের মধ্যে কোন উৎসাহ আমেজ ছিলনা বললেই চলে।