দিনাজপুর সংবাদদাতা : দিনাজপুরের সদর উপজেলার নশিপুর ভোটকেন্দ্রে সহিংসতা, অগ্নিসংযোগ ও নির্বাচনী সরঞ্জাম ছিনিয়ে নেওয়ার সময় পুলিশের গুলিতে বাবুল হোসেন (৪৫) নামে একজন নিহত হয়েছেন। ৪ জানুয়ারী শনিবার গভীররাতে ওই ঘটনা ঘটে। নিহত বাবুল সদর উপজেলার ১নং চেহেলগাজী ইউনিয়ন বিএনপি নেতা ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
জানা যায়, শনিবার দিবাগত রাত দেড়টার দিকে নশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে হামলা চালায় ১৮ দলের নেতাকর্মীরা। এ সময় তারা ভোট কেন্দ্রের নির্বাচনী সরঞ্জাম ছিনতাই ও অগ্নিসংযোগের চেষ্টা করে। পুলিশ বাধা দিলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে গুলি চালালে বাবুল হোসেন নিহত হয়।
দিনাজপুর সদর সার্কেল এএসপি আবু তারেক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সংঘর্ষের সময় ভোট কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা, ২ পুলিশ সদস্য ও কয়েকজন আনসার সদস্য আহত হয়েছেন। আহতদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।