ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাওয়ে রবিবার সকাল থেকেই বিভিন্ন ভোটকেন্দ্রে নির্বাচন বিরোধীরা হামলা চালায়। তারা ভোট কেন্দ্রে ব্যালট বাক্স ভাংচুর ছিনতাই ও তছনছ করে। সদর উপজেলার বাসুদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিএনপি কর্মী জয়নাল আবেদীন (২৫) ও হারুন অর রশিদ (৩৫) পুলিশের গুলিতে মারা গেছে। নির্বাচন বিরোধীরা ১৮ দলের নেতাকর্মীরা ঐ কেন্দ্রে বেলা ২টার দিকে হামলা চালালে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। এ সময় পুলিশ গুলি চালালে ২ বিএনপি কর্মী নিহত হয়। তাদের একজনের লাশ সদর হাসপাতালে আনা হয়েছে। বেশিরভাগ কেন্দ্রেই নির্বাচন সংশ্লিষ্টরা মারপিট খেয়ে পালিয়ে আত্মরক্ষা করেন। এই ঘটনায় কমপক্ষে শতাধিক আহত হয়েছেন।