ঠাকুরগারঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও সদর উপজেলার ছেপড়ি কুড়া ভোট কেন্দ্রে রাত ১১ টার দিকে নির্বাচন বিরোধীরা অতকিত হামলা চালিয়ে সহকারী পিজাডিং অফিসার সালন্দর কলেজ শিক্ষক জবায়দুল হককে পিটিয়ে হত্যা করে। দুবৃত্তরা পুলিশের একটি ও আনসারের একটি রাইফেল ছিনিয়ে নিয়ে যায়। এসময় তারা ওই পুলিশ ও আনসারকে তারা পিটিয়ে জখন করে। তারা বর্তমানে ঠাকুরগাঁও সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।