ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি : প্রহসনের নির্বাচন উলেখ করে জামালপুর-২ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী আতিকুর রহমান লুইস ১০ জাতীয় সংসদ নির্বাচন বর্জন করেছেন। রবিবার বেলা সাড়ে ১১টায় আমেনা মমিন শপিংমলে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রহসনের নির্বাচন বর্জনের ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন, ৮৫টি কেন্দ্রের অধিকাংশ ভোট কেন্দ্রে আওয়ামীলীগের নেতাকর্মীরা ঢুকে এজেন্টদের বের করে দিয়েছে। বিশেষ করে যমুনার দুর্গম চরাঞ্চল মন্নিয়া স. প্রা. বিদ্যা, শিলদহ স. প্রা. বিদ্যা, বরুল স. প্রা. বিদ্যাসহ ৫০টি কেন্দ্র থেকে স্বতন্ত্র প্রার্থীর এজেন্টদের বের করে দিয়ে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা নৌকা মার্কায় ভোট সীলমেরে নিয়েছে।
উলেখ্য, ভোট কারচুপির আশংকায় নির্বাচনের আগের দিন সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে স্বতন্ত্র প্রার্থী আতিকুর রহমান লুইস সরকার দলীয় প্রার্থী ফরিদুল হক খান দুলালের বিরুদ্ধে অভিযোগ করে বলেন।
উপজেলার প্রায় সবগুলি ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা যায় নি।
গাইবান্ধা সুরুজ্জাহান উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে বেলা ১টা পর্যন্ত ৪হাজার ২৬৭ ভোটারের মধ্যে মাত্র ছয়টি ভোট, মরাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ২হাজার ৭০০ ভোটের মধ্যে মাত্র ৩টি কাস্ট হওয়ার খবর পাওয়া গেছে।