চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার আলমডাঙ্গার এরশাদপুর চাতাল মোড় থেকে ৩ টি বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানায়, রোববার সকাল সাড়ে ৭ টার দিকে আলমডাঙ্গা উপজেলার এরশাদপুর চাতাল মোড়ে এলাকাবাসী ৩ টি লাল টেপ দিয়ে জড়ানো বোমা দেখে আলমডাঙ্গা থানা পুলিশে খবর দেয়। খবর পেয়ে আলমডাঙ্গা থানার দারোগা টিপু সুলতান ঘটনাস্থল থেকে বোমা ৩ টি উদ্ধার করে নিক্রিয় করার জন্য বালতির পানিতে ডুবিয়ে রাখে।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, পানিতে ডুবিয়ে রাখা বোমা গুলো খুলে দেখা গেছে ওর মধ্যে বালি ছাড়া আর কিছুই নেই। জনমনে আতঙ্ক সৃষ্টি এগুলো রাখা হয়েছিলো।