রবিবার , ৫ জানুয়ারি ২০১৪ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিচ্ছিন্ন কয়েকটি ঘটনার মধ্যদিয়ে ভোট গ্রহন সম্পন্ন

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
জানুয়ারি ৫, ২০১৪ ৬:২৩ অপরাহ্ণ

chapai nawabgonj 2গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ)  প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর-নাচোল-ভোলাহাট) আসনে বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ছাড়া শান্তিপূর্ন পরিবেশে ও কম ভোটারের উপস্থিতিতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ভোলাহাটের আদাতলা এলাকার ১টি ভোটকেন্দ্রে প্রতিরোধকারীরা ৯টি ককটেলের বিষ্ফোরণ ঘটালে ১৪ রাউন্ড গুলি চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে পুলিশ।
এছাড়া গোমস্তাপুরে ভোট প্রদানে বাধা দেয়ায় মকরমপুর ঘুন্ঠি এলাকায় সাইফুল ইসলাম গাজী (৪০) ও আব্দুর রশিদ (২৩) এবং ভোলাহাট সদর ইউনিয়নের চরধরমপুরে যুবদলের এক নেতাকে ১টি ককটেলসহ আটক করেছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এ সময় ইটের আঘাতে এক কনস্টেবল হাবিবুর রহমান (৩০) ও ভোটার সজীব (২৬) আহত হয়। তাদের রহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ভোলাহাট উপজেলা নির্বাহী অফিসার জানান, দলদলী ইউনিয়নের জামতলা ভোটকেন্দ্রে ১৮ দলীয় জোটের কর্মীরা অবরুদ্ধ করলে আইন-শৃঙ্খলা বাহিনী ২ রাউন্ড ফাঁকাগুলি বর্ষণ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এছাড়া দলদলী ইউনিয়নের সুরানপুর তিলকী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট গণনা শেষে প্রতিরোধকারীরা ইট-পাটকেল নিক্ষেপ করলে পুলিশ কয়েক রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। এ সময় আশরাফুল ইসলাম (৪৩) নামে একজন আহত হয়।
সরেজমিনে নাচোল উপজেলার নেজামপুর বিনোদ বিহারী, খ.ম বালিকা উচ্চ বিদ্যালয়, গোমস্তাপুর উপজেলার রহনপুর এবি সরকারি উচ্চ বিদ্যালয়, চৌডালা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়, বসনিটোলা, লালাপুর, পীরগাছা ভোটকেন্দ্রগুলো ঘুরে দেখা গেছে, প্রতিটি ভোটকেন্দ্রেই শান্তিপূর্ণ ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। সকালের দিকে ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথেই কিছু কিছু কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মত।
জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক সরদার সরাফত আলী ভোটকেন্দ্র পরিদর্শন শেষে জানান, ভোটাররা শান্তিপূর্নভাবে ভোট দিয়েছে। তবে শনিবার রাতে কিছু কিছু এলাকায় ককটেল বিষ্ফোরনের ঘটনা ঘটলে আতংক তৈরি হয় ভোটারদের মাঝে। ভোট চলাকালীন নাশকতা এড়াতে আইন-শৃঙ্খলা বাহিনী ছিলো সবোর্চ্চ সর্তকবস্থায়।
সকাল ৯টার দিকে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী গোলাম মোস্তফা বিশ্বাস হাজী আইয়ুব আলী সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন। তার  প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী খুরশিদ আলম বাচ্চু সকাল সোয়া ৮ টার দিকে চৌডালা উচ্চ বিদ্যালয় কেন্দ্র ভোট প্রদান করেন।

Shamol Bangla Ads

PvucvBbeveMÄ-2 Avm‡b wew”Qbœ K‡qKwU NUbvi ga¨w`‡q †fvU MÖnb m¤úbœ

Shamol Bangla Ads

 

‡Mvg¯—vcyi (PvucvBbeveMÄ)  cÖwZwbwa : PvucvBbeveMÄ-2 (†Mvg¯—vcyi-bv‡Pvj-‡fvjvnvU) Avm‡b wew”Qbœ K‡qKwU NUbv Qvov kvwš—c~b© cwi‡e‡k I Kg †fvUv‡ii Dcw¯’wZ‡Z wbev©Pb AbywôZ n‡q‡Q| ‡fvjvnv‡Ui Av`vZjv GjvKvi 1wU †fvU‡K‡›`ª cÖwZ‡ivaKvixiv 9wU KK‡U‡ji we‡õviY NUv‡j 14 ivDÛ ¸wj Pvwj‡q cwiw¯’wZ wbqš¿‡b Av‡b cywjk|

GQvov †Mvg¯—vcy‡i †fvU cÖ`v‡b evav ‡`qvq gKigcyi NywÚ GjvKvq mvBdzj Bmjvg MvRx (40) I Avãyi iwk` (23) Ges †fvjvnvU m`i BDwbq‡bi Piaigcy‡i hye`‡ji GK †bZv‡K 1wU KK‡Ujmn AvUK K‡i‡Q AvBb-k„•Ljv evwnbxi m`m¨iv| G mgq B‡Ui AvNv‡Z GK Kb‡÷ej nvweeyi ingvb (30) I †fvUvi mRxe (26) AvnZ nq| Zv‡`i inbcyi Dc‡Rjv ¯^v¯’¨ Kg‡c­‡· fwZ© Kiv n‡q‡Q|

‡fvjvnvU Dc‡Rjv wbev©nx Awdmvi Rvbvb, `j`jx BDwbq‡bi RvgZjv †fvU‡K‡›`ª 18 `jxq †Rv‡Ui Kg©xiv Aei“× Ki‡j AvBb-k„•Ljv evwnbx 2 ivDÛ dvuKv¸wj el©Y K‡i Zv‡`i QÎf½ K‡i †`q| GQvov `j`jx BDwbq‡bi myivbcyi wZjKx miKvwi cÖv_wgK we`¨vjq †fvU‡K‡›`ª †fvU MYbv †k‡l cÖwZ‡ivaKvixiv BU-cvU‡Kj wb‡¶c Ki‡j cywjk K‡qK ivDÛ ivevi ey‡jU wb‡¶c K‡i| G mgq Avkivdzj Bmjvg (43) bv‡g GKRb AvnZ nq|

m‡iRwg‡b bv‡Pvj Dc‡Rjvi †bRvgcyi we‡bv` wenvix, L.g evwjKv D”P we`¨vjq, ‡Mvg¯—vcyi Dc‡Rjvi inbcyi Gwe miKvwi D”P we`¨vjq, ‡PŠWvjv wØgyLx D”P we`¨vjq, emwb‡Uvjv, jvjvcyi, cxiMvQv †fvU‡K›`ª¸‡jv Ny‡i †`Lv †M‡Q, cÖwZwU †fvU‡K‡›`ªB kvwš—c~Y© †fvU MÖnb AbywôZ nq| mKv‡ji w`‡K †fvUvi‡`i Dcw¯’wZ Kg _vK‡jI †ejv evovi mv‡_ mv‡_B wKQz wKQz †K‡›`ª †fvUvi‡`i Dcw¯’wZ wQ‡jv †Pv‡L covi gZ| 

†Rjv wiUvwb©s Awdmvi I †Rjv cÖkvmK mi`vi mivdZ Avjx †fvU‡K›`ª cwi`k©b †k‡l Rvbvb, †fvUviiv kvwš—c~b©fv‡e †fvU w`‡q‡Q| Z‡e kwbevi iv‡Z wKQz wKQz GjvKvq KK‡Uj we‡õvi‡bi NUbv NU‡j AvZsK ˆZwi nq †fvUvi‡`i gv‡S| †fvU PjvKvjxb bvkKZv Gov‡Z AvBb-k„•Ljv evwnbx wQ‡jv m‡ev”P© mZ©Ke¯’vq|

mKvj 9Uvi w`‡K AvIqvgxjxM g‡bvbxZ cÖv_©x †Mvjvg †gv¯—dv wek¦vm nvRx AvBqye Avjx miKvix cÖv_wgK we`¨vjq †K‡›`ª ‡fvU †`b| Zvi  cÖwZØ›Øx ¯^Zš¿ cÖv_©x Lyiwk` Avjg ev”Pz mKvj †mvqv 8 Uvi w`‡K †PŠWvjv D”P we`¨vjq ‡K›`ª †fvU cÖ`vb K‡ib|

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!