রবিবার , ৫ জানুয়ারি ২০১৪ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চলছে ভোটগ্রহণ

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
জানুয়ারি ৫, ২০১৪ ১২:১৮ অপরাহ্ণ

Matia Voteশ্যামলবাংলা ডেস্ক : বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের বর্জনের মধ্যেই শুরু হয়েছে দশম জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। ৫ জানুয়ারী রবিবার সকাল ৮টা থেকে দেশের ৩শ নির্বাচনী আসনের মধ্যে ১শ ৪৭টি আসনে একযোগে ভোট গ্রহণ শুরু হয়েছে, যা একটানা চলবে বিকেল ৪টা পর্যন্ত।
একতরফা এ নির্বাচনে অর্ধেকের বেশি আসনে প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হওয়ায় নির্বাচনী উত্তাপ হারিয়েছে অনেক আগেই। নির্বাচনের গ্রহণযোগ্যতাও পড়েছে প্রশ্নের মুখে। তবুও সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষায় আজ দেশের ১৪৭টি আসনে নিয়ম রক্ষার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। একক প্রার্থীর কারণে বাকি ১৫৩ আসনে ভোট গ্রহণের আর প্রয়োজন পড়ছে না।
ইসি সূত্রে জানা গেছে, ১৮ হাজার ২শ ৮টি কেন্দ্রের মধ্যে শতকরা ৭৫ ভাগ কেন্দ্র ঝুঁকিপূর্ণ (গুরুত্বপূর্ণ) হিসেবে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন। অবশ্য আইন-শৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানে রয়েছেন বিপুলসংখ্যক সেনাবাহিনীসহ অন্যান্য সংস্থার সদস্যরা।
নির্বাচনের গ্রহণযোগ্যতা নির্ধারণে বরাবরই উল্লেখযোগ্য ভূমিকা পালনকারী বিদেশি পর্যবেক্ষকরা এবার অনুপস্থিত। সার্কভুক্ত দেশগুলোকে বিশেষ সুবিধা দিয়ে আমন্ত্রণ জানিয়েছিল ইসি। তাতেও সাড়া মেলেনি । ভারত ও ভুটান থেকে মাত্র ৪ জন পর্যবেক্ষক ঢাকায় এসেছেন। তবে দেশীয় ১৩ হাজার ৪শ ৩৬ পর্যবেক্ষক নির্বাচন পর্যবেক্ষণ করবেন।
নানা প্রতিকূলতার মধ্যেই নির্বাচন কমিশন আজকের ভোট গ্রহণের সার্বিক প্রস্তুতি চূড়ান্ত করেছে। নির্বাচন সংশ্লিষ্ট জেলাগুলোতে আজ সরকারি ছুটি থাকছে। এসব জেলায় যান চলাচলও নিয়ন্ত্রণ করা হয়েছে। মহাসড়ক বাদে অন্য সড়কে ইসির অনুমোদিত যান ছাড়া চলাচল করার সুযোগ নেই।

Shamol Bangla Ads

সর্বশেষ ২০০৮ সালের নবম সংসদ নির্বাচনে শতকরা ৮৭ দশমিক ১৩ ভাগ ভোটার উপস্থিত থাকলেও এবার সর্বোচ্চ ৫০ ভাগ ভোটার উপস্থিতির আশা করছে ইসি। ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে রাখা হয়েছে সর্বোচ্চ সতর্কাবস্থায়। দেশের ৩০০ আসনের মধ্যে ১৪৭টিতে আজ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলবে।
নির্বাচন কমিশনের নিবন্ধিত ৪০টি রাজনৈতিক দলের মধ্যে মাত্র ১২টি এবারের নির্বাচনে অংশ নিচ্ছে। এর মধ্যে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের জাতীয় পার্টির অবস্থান নিয়ে রয়েছে নানা বিতর্ক। ৬৩ আসনের ব্যালট পেপারে তাদের দলীয় প্রতীক থাকলেও কতজন নির্বাচনে রয়েছেন, তা স্পষ্ট নয়।
দেশের নির্বাচনের ইতিহাসে এবারেই বিপুলসংখ্যক প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভের ঘটনা ঘটেছে। এর আগে ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির বিতর্কিত নির্বাচনে ৪৯ জনের বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হওয়ার ঘটনা ঘটেছিল। এবার রাজধানীর ১৫টি আসনের মধ্যে ভোট গ্রহণ হবে মাত্র ৮টি আসনে। নির্বাচনকে ঘিরে জানমালের ক্ষয়ক্ষতির পরিমাণও অতীতের যে কোন রেকর্ড এবার ছাড়িয়ে গেছে।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!