আজহারুল হক, গফরগাঁও : রবিবার ময়মনসিংহ -১০ (গফরগাঁও) আসনে আ’লীগ প্রার্থী ফাহমি গোলন্দাজ বাবেল নৌকা প্রতিক নিয়ে ১ লাখ ৮৫ হাজার ৩১৬ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী খেলাফত মজলিশের প্রার্থী ইসলামিক মুভমেন্টের চেয়ারম্যান এডভোকেট নূরুল ইসলাম খান রিক্সা প্রতিকে ৪ হাজার ৭৩ ভোট পেয়েছেন। তবে তিনি দলীয় প্যাডে সংবাদ বিজ্ঞতি দিয়ে এ নির্বাচন থেকে সরে দাড়ানোর ঘোষনা দিয়েছিলেন গত ২ জানুয়ারী। এ নির্বাচনে কোন কেন্দ্রে তার পোলিং এজেন্ট ছিলনা। উলেখ্য এ উপজেলায় ১০৯টি ভোট কেন্দ্রের মোট ভোটার সংখ্যা ২ লাখ ৯০ হাজার ৮১৩ জন। এদিকে সহকারী রিটার্নিং কর্মকর্তা রেজাউল বারী বলেন, শান্তিপূর্ন ভোট গ্রহণ শেষে বিভিন্ন কেন্দ্র থেকে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে নৌকার প্রার্থী বিজয়ী হয়েছেন।