রবিবার , ৫ জানুয়ারি ২০১৪ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

গফরগাঁওয়ের ১০৯টি কেন্দ্রে শান্তিপূর্ন ভোট অনুষ্ঠিত

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ৫, ২০১৪ ৪:৪২ অপরাহ্ণ

voter dinআজহারুল হক, গফরগাঁও :  ময়মনসিংহ -১০ (গফরগাঁও) আসনে ১০৯টি ভোট কেন্দ্রে শান্তিপূর্নভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। সকালে ভোটার উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সাথে প্রতি কেন্দ্রেই ভোটারদের উপস্থিতি বাড়তে থাকে। উপজেলার বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা যায় সকাল ৮টা থেকে বিকাল ৪টা প্রর্যন্ত উৎসাহ উদ্দীপনা ও শান্তি পুর্ন পরিবেশে ভোট প্রদান করেন ভোটাররা । আ’লীগের কঠোর নজরদারির পাশাপাশি প্রতিটি ভোট কেন্দ্রে অসংখ্য  আ’লীগ নেতা-কর্মীরা শক্তিশালী বলয় তৈরী করে  নিরাপত্তার  চাদরে  ডেকে দেয় উপজেলার ভোটকেন্দ্রগুলো। নির্বাচনকে কেন্দ্র করে উপজেলায় নৌকার প্রার্থীর  হাজার হাজার নেতা কর্মী সকল ধরনের নাশকতা ঠেকাতে দিনভর ছিল তৎপর। এদিকে সালটিয়া ইউনিয়ন বিএনপি নেতা শামছূল ইসলাম, আইয়ুব আলী, বিএনপি কর্মী আবুল কালাম, নাজীর, ইকবাল হোসেন, তফাজ্জল মিয়াসহ বিএনপির বেশ কয়েকজন নেতা-কর্মীকে ভোট দিতে দেখা গেছে। এদিকে গফরগাঁও পৌর মেয়র কেন্দ্রিয় যুবলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক এডভোকেট কায়সার আহমেদ দুপুর ১২টার দিকে বিপুল সংখ্যক নেতা-কমী নিয়ে খায়রুল­াহ সরকারি বালিকা বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করেন। নৌকা প্রতীকে ভোট দান শেষে তিনি ব্যালট উচিয়ে সকলকে দেখাচ্ছিলেন।
উপজেলা সহকারী রির্টানিং অফিসার রেজাউল বারী জানান, উপজেলার সর্বত্র অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্নভাবে পরিবেশে ভোট গ্রহন সম্পন্ন হয়েছে।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!