শ্যামলবাংলা ডেস্ক : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ বলেছেন, দশম জাতীয় সংসদ নির্বাচনে কয়েকটি দল অংশ নিচ্ছে না। সেকারণেই ভোট কেন্দ্রে ভোটারের উপস্থিতি কিছুটা কম। তিনি ৫ জানুয়ারী রবিবার দুপুরে নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওই কথা বলেন।
এসময় তিনি বলেন, উত্তরাঞ্চলে ঘন কুয়াশার কারণে সকালে ভোটারের উপস্থিতি কম ছিল। আমরা আশা করব বেলা বাড়ার সাথে সাথে ভোটারের সংখ্যা বাড়বে। এর আগে রাজধানীতে কয়েকটি ভোট কেন্দ্র পরিদর্শন করেন প্রধান নির্বাচন কমিশনার।
ভোট কেন্দ্র পরিদর্শন শেষে নির্বাচন কমিশনে ব্রিফিংয়ে সিইসি বলেন, আমি ইতোমধ্যে রাজধানীতে একটি ভোট কেন্দ্র পরিদর্শন করেছি। সেখানে পর্যাপ্ত আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আছেন। কোন ধরনের বিশৃঙ্খলা নেই। সুষ্ঠুভাবে ভোটগ্রহণ হচ্ছে।
নির্বাচনকে কেন্দ্র করে চলমান সহিংসতার তথ্যও তিনি ব্রিফিংয়ে তুলে ধরে বলেন, ভোট হয়, তাও ভুলে যাই আমরা। এবার তা হবে না। সব বিষয়ে মামলা হবে। এর সুষ্ঠু বিচারও হবে।