মৌলভীবাজার প্রতিনিধি:: মৌলভীবজার: মৌলভীবাজারের১ ও ২ দুটি আসনের বিভিন্ন কেন্দ্রে উল্লেখযোগ্য ভোটার উপস্থিতি না থাকলেও চা বাগানগুলোর কেন্দ্রগুলোর চিত্র ভিন্ন। চা শ্রমিক অধ্যুষিত এসব কেন্দ্রে উৎসব মুখর পরিবেশে ভোট দিচ্ছে চা শ্রমিক নারী-পুরুষ ভোটার।
কুলাউড়া উপজেলার গাজীপুর চা বাগান বিদ্যালয় কেন্দ্রে বেলা ১২টার দিকে গিয়ে দেখা যায়, উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে ভোট কেন্দ্রের আশেপাশে। চা শ্রমিক নারী-পুরুষ ভোট দিতে টোকেন সংগ্রহ করতে ভিড় জমিয়েছে। টোকেন সংগ্রহের পর দীর্ঘ লাইন ধরে দাঁড়িয়ে আছে ভোট দেওয়ার জন্য। সবার মুখে আনন্দের হাসি।
এই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার শরদিন্দু ভট্টাচার্য্য জানান, ৩টি চা বাগান ও গ্রামীণ এলাকা মিলে এখানে সর্বমোট ভোটার রয়েছে ৩ হাজার ৩৭৮জন। ৭টি বুথে নিরবিচ্ছিন্নভাবে ভোট গ্রহণ চলছে। তিনি জানান, এই কেন্দ্রে দুই প্রার্থীরই এজেন্ট উপস্থিত আছেন এবং বেলা দেড়টার টার দিকে ৮শ’ এর উপরে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।