মৌলভীবাজার প্রতিনিধিঃ কুলাউড়ায় ৪ জানুয়ারী শনিবার বিকেলে ১৮দলীয় জোটের মিছিল ও সভা পুলিশের বাঁধার প্রতিবাদে বিএনপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় বিএনপির নেতা এড. আবেদ রাজা বলেন, ১৮দলীয় জোট হরতালের সমর্থনে শান্তিপূর্ন মিছিলটি চৌমুহনী থেকে শুরু হয়ে দক্ষিণবাজার বাসষ্ট্যান্ড প্রদক্ষিণ করে পূনরায় উত্তরবাজারের দিকে যাওয়ার সময় থানার সামনে থেকে কুলাউড়া থানা পুলিশ ১৮দলীয় জোটের নেতাকর্মীকে বাধা দেয় ও কিছুক্ষন আটকে রাখে। এড. আবেদ রাজা বলেন, এ সরকার নির্লজ্জ ভাবে দেশে একনায়কতন্ত্র কায়েমের জন্য সভা সমাবেশে বাধা দিচ্ছে। দেশ নেত্রী বেগম খালেদাজিয়াকে গৃহবন্দী করে রেখে প্রহসনের নির্বাচন করে ক্ষমতা আকড়িয়ে রাখতে চায়। এড. আবেদ রাজা গনতান্ত্রীক কর্মসূচীতে বাধা দেওয়ার তীব্র নিন্দ জ্ঞাপন করেন। সংবাদ সম্মেলন আগামী ৭ জানুয়ারী মঙ্গলবার কালো পতাকা ও মৌন মিছিল কর্মসূচীর ঘোষনা করেন বিএনপির কেন্দ্রীয় বিএনপির নেতা এড. আবেদ রাজা।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর মাষ্টার আব্দুল বারী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এ মজিদ, সাবেক উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ও যুক্তরাজ্য বিএনপি নেতা ড. সাইফুল আলম চৌধুরী, উপজেলা বিএনপির সহ-সভাপতি রওশন খান, প্রচার সম্পাদক শেখ মোঃ শহীদুল ইসলাম, জাময়াত নেতা মাওলানা আতিকুর রহমান, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ফয়জুর রহমান গোলাপ, কুলাউড়া দক্ষিন শাখার ছাত্রশিবিরের নেতা তরিকুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জুবের আহমদ খান, পৌর শ্রমিক দলের সভাপতি মোঃ দুদু মিয়া, উপজেলা সাবেক ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল মুহিত বাবলু, জেলা সাংস্কৃতিক আন্দোলনের যুগ্ম আহবায়ক ও সাবেক ছাত্রদলের যুগ্ম আহবায়ক মুছা আহমদ সুয়েট, ছাত্রশিবিরের পুর্ব শাখার সেক্রেটারী মনসুর আহমদ প্রমুখ।