কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জ উপজেলার তুমলিয়া ইউনিয়নের বোয়ালী সড়কে অজ্ঞাতনামা (৩২) এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। ময়না তদন্তের জন্য লাশ গাজীপুর মর্গে প্রেরণ করা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, রবিবার সকাল সাড়ে ৯টায় উপজেলার তুমলিয়া ইউনিয়নের বোয়ালী ব্রীজের পূর্ব পাশে সড়কের মাঝখানে অজ্ঞাতনামা এক যুবকের লাশ এলাকাবাসী দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়। পরে কালীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেন। এলাকাবাসীর ধারণা, কালীগঞ্জে বিভিন্ন সড়কে যেভাবে বেপরোয়াভাবে লড়ি চলাচল করে, সে সমস্ত কোন লড়ির চাকায় পিষ্ট হয়ে মারা যেতে পারে। নিহত যুবকের পরনে ছিল চেক লুঙ্গি, ছাই রঙ্গের গেঞ্জি ও হলুদ জ্যাকেট। এসআই রাজীব চক্রবর্তী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, যুবকটির বাম হাত ও বাম পাজরের হাড় ভেঙ্গে গেছে। সম্ভবত কোন গাড়ীর চাকা তার বুকের উপর দিয়ে যাওয়ায় তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।