মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলঞ্জে শনিবার দুপুর পৌনে ১টায় এক চা শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ সুত্রে জানা যায়, কমলগঞ্জ উপজেলার ফুলবাড়ি চা বাগানের ৭নং লাইনে রাস্তার পার্শ্বে অবনী বাক্তি (৪০) নামে এক চা শ্রমিকের লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে কমলগঞ্জ ্থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। কমলগঞ্জ ্থানার এসআই জিয়াউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তবে নিহত চা শ্রমিকের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে । তবে ময়না তদন্তে হত্যাকান্ডের প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে ।