রবিবার , ৫ জানুয়ারি ২০১৪ | ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আত্রাইয়ে বিএনপির অবরোধ ও হরতাল চলছে

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ৫, ২০১৪ ২:২১ অপরাহ্ণ

Atrai News photo.jpg 11আত্রাই (নওগাঁ) প্রতিনিধিঃ ১৮দলের ডাকা ৪৮ ঘন্টার হরতাল ও অনির্দিষ্ট কালের অবরোধে রবিবার সকাল থেকে সাহেবগঞ্জ দলীয় কার্যালয়ে উপস্থিত হয়ে নেতাকর্মী আত্রাই উপজেলার প্রধান প্রধান সড়ক ও হাটবাজারে পিকেটিং করে। এ সময় আত্রাই উপজেলার বিভিন্ন স্থানে দোকান-পাট, ব্যবসা-বাণিজ্য প্রতিষ্ঠান বন্ধ দেখা যায়। রাস্তায় টায়ারে অগ্নিসংযোগ করে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। দূর পাল্লার গাড়ী বন্ধ থাকলেও উপজেলার সড়ক গুলোতে লছিমন, করিমন, অটোরিক্সাসহ হালকা যান চলাচল করতে দেখা গেছে, স্বাভাবিক রয়েছে ট্রেন চলাচল। উপজেলার গুরুত্ব পূর্ণ স্থান গুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। আত্রাই থানা বিএনপির সভাপতি এসএম রেজাউল ও সাধারণ সম্পাদক এমদাদুল হক পিন্টুর নেতৃত্বে ১৮দলের কয়েক হাজার নেতাকর্মী মিছিল বের করে। মিছিল শেষে আত্রাই সাবরেজিষ্ট্রি অফিসের সংলগ্ন তিন রাস্তার মোড়ে পথসভা করেন।  পথসভায় সভাপতিত্ব করেন, আত্রাই থানা বিএনপির সভাপতি এসএম রেজাউল ইসলাম রেজু।  পথসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আত্রাই থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম, আত্রাই থানা বিএনপির সাধারন সম্পাদক ও ইউ.পি চেয়ারম্যান এমদাদুল হক পিন্টু, চেয়ারম্যান আব্দুল জলিল চকলেট, চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হোসেন, চেয়ারম্যান মন্জুরুল আলম মন্জু, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান সরদার, জাসাস এর সভাপতি এসএম ফারুখ বখত্, থানা বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক প্রভাষক আল-আমিন, স্বেচ্ছা সেবক দলের আহবায়ক প্রভাষক সাইফুল ইসলাম, থানা মহিলা দলের নেত্রী রওশন আরা পারভীন শিলা, আঙ্গুরী বেগম, আঞ্জুয়ারা বেগম, যুবদলের সভাপতি শেখ একরামুল বারী রন্জু, সাধারন সম্পাদক পাভেজ ইকবাল, যুগ্ন-সম্পাদক জাহাঙ্গীল আলম মিঠু, সাংগঠনিক সম্পাদক আব্দুল মজিদ মিঠু, আত্রাই থানা ছাত্রদলের সভাপতি রায়হান কবির রতন প্রমুখ ।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!